বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার উপজেলায় আরও ৪ জন করোনা পজিটিভ

বিয়ানীবাজার টাইমস- গত চব্বিশ ঘন্টায় বিয়ানীবাজার উপজেলায় আরও ৪ জন করোনা পজিটিভ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯২ জন। নিশ্চিত করেছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু ইশহাক আজাদ।
তিনি বলেন করোনা সংক্রমণ এখন কিছুটা নিম্নমুখী। তবে সাধারণ মানুষের যদি স্বাস্থ্যবিধি মেনে চলতে উদাসীনতা থাকে তাহলে আবার করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে অভিমত এই চিকিৎসকের।