জুড়ী

চার দিনেও শনাক্ত হয়নি ঘাতক, জুড়ীতে স্কুল শিক্ষকের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক কবির উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় জুড়ী বড় মসজিদ ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।জানাজার পূর্বে বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ঘটনার ৪ দিনেও আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করতে পারেনি ঘাতক সিএনজি চালিত অটোরিকশা চালককে।আইনশৃঙ্খলা বাহিনীর চরম উদাসীনতায় বারবার দূর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ।

এসময় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইসহাক আলী, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মন্জুরে আলম লাল প্রমুখ।

এরআগে কবির আহমদের মৃতদেহ তার কর্মস্থল জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে রাখা হলে সেখানে শেষ শ্রদ্ধা জানান মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানসহ জুড়ী, কুলাউড়া, বড়লেখা স্কাউটের নেতৃবৃন্দ।

এদিকে চার দিনেও স্কুল শিক্ষক কবিরের ঘাতক শনাক্ত না করতে পারায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

গত ২৮ আগস্ট জুড়ী থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে কুলাউড়া যাওয়ার পথে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রামপাশা নামক স্থানে তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে পথচারীরা হাসপাতালে নিয়ে যান।ধারণা করা হচ্ছে, সিএনজি চালিত অটোরিকশা যোগে কুলাউড়া যাওয়ার পথে রামপাশা নামক স্থানে তিনি দূর্ঘটনার শিকার হলে আহত অবস্থায় তাকে রেখে গাড়ি চলে যায়। পথচারীরা প্রথমে তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থা সংকটাপন্ন দেখে সিলেটর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তিন দিনেও অবস্থার উন্নতি হয়নি। এরপর ১ সেপ্টেম্বর রাতে এয়ার এম্বুল্যান্সে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Back to top button