মৌলভীবাজার

কমলগঞ্জে ২০ লিটার চোলাই মদসহ আটক ৩

নিউজ ডেস্ক- কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের ভজন টিলায় ২০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে শমশেরনগর ফাঁড়ির পুলিশ।

বুধবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টায় শমশেরনগর চা বাগানের ভজন টিলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন শমশেরনগর চা-বাগানের আপনা (৪০) কার্তিক প্রাকাশ শিমু (৪৮) ও গনেশ (৪১)।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ লিটার মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে।

Back to top button