মৌলভীবাজার

রাজনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলার রাজনগরে বাড়ির পাশের রেইনট্রি গাছের ডাল ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) জেলার রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নের দক্ষিণগড়গাও গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত সোলেমান উদ্দিন (১৩) গড়গাও গ্রামের ছলমান হোসেনের ছেলে। সে গড়গাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সকাল ৯টায় বাড়ির পাশের একটি রেইনট্রি গাছের ডাল ভাঙতে গিয়ে অসাবধানতায় গাছের ওপরের বিদ্যুৎ তারের সঙ্গে জড়িয়ে গেলে সোলেমান উদ্দিনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ ছালেক।

মরদেহটি ময়নাতদন্ত ছাড়া দাফনের জন্য প্রশাসনের অনুমতি পেতে চেষ্টা চলছে বলে জানান মৃতের পরিবার।

Back to top button