বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্ত

বিয়ানীবাজারঃ বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যের আলোকে বিয়ানীবাজার উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১১টায় বিয়ানীবাজার উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে ২৫ কেজি দেশীয় প্রজাতির রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

এসময় তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। তাই দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে এবং আমিষের চাহিদা ফিরিয়ে আনতে বর্তমান সরকার সারা দেশে মাছ চাষে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। খাল-বিল, পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছ চাষে অনেকে সফলতা এনেছে|

পোনামাছ অবমুক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যন আবুল কাশেম পল্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোক্তাদির বিল্লাহ, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত মেহেদী হাসান, বিয়ানীবাজার জার্নালিষ্ট এসোসিয়েশনের আহমেদ ফয়সালসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Back to top button