মৌলভীবাজার

শ্রীমঙ্গলে মক্তব থেকে ফেরার পথে কিশোরী ধর্ষণের শিকার

নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে মক্তব থেকে ফেরার পথে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। সোমবার (৩০ আগস্ট) সকাল ৮ টায় এ ঘটনাটি ঘটে। ধর্ষিতা কিশোরীর বয়স ১১ বছর।

কিশোরীর মামা জানান, আমার ভাগ্নি সকালে গ্রামের মসজিদ থেকে ইসলামী শিক্ষা শেষে বাড়ি ফেরার পথে নির্জন বাঁশ ঝাড়ের নিচে নিয়ে একই গ্রামের প্রতিবেশী আক্কাস মিয়া (২৮) তাকে ধর্ষণ করে। বাড়িতে আসার পর আমাদের কাছে তার অস্বাভাবিক আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। তখন সে জানায়, তাদের গ্রামের নওসাদ মিয়ার ছেলে আক্কাছ মিয়া তাকে ভয় দেখিয়ে এমনটা করেছে।

এ ঘটনা জানাজানি হলে গ্রামবাসী আক্কাস মিয়ার বাড়িতে গেলে আক্কাস মিয়া পালিয়ে যায়।

এ ব্যাপারে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক জানান, সোমবার সকালে কিশোরী হাসপাতালে ভর্তি হয়েছে। বোর্ড গঠন করে তার মেডিকেল পরীক্ষা করা হবে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, আমরা ঘটনার খবর পেয়ে কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। এবং ঘটনায় অভিযুক্ত আক্কাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Back to top button