বিয়ানীবাজারে প্রচারহীন মৎস্য সপ্তাহ শুরু করলো উপজেলা মৎস্য অফিস
সারা দেশে প্রচার-প্রচারণা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় কিংবা সংবাদ সম্মেলন করে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। সিলেট বিভাগের সব উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে প্রচার প্রচারণা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করে মৎস্য সপ্তাহ শুরু করলেও বিয়ানীবাজার ছিল ব্যতিক্রম।
দায়িত্বশীলদের খামখেয়ালিপনার কারণে ব্যাপক প্রচার যেমন হয়নি ঠিক একইভাবে মৎস্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনের বিষয়টিও জানেন না উপজেলায় কর্মরত জাতীয় ও সিলেটের দৈনিক পত্রিকার বেশিরভাগ সাংবাদিক। এতে সাংবাদিকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিকরা জানান, জাতীয় মৎস্য সপ্তাহের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়কে দায়িত্বশীলদের খামখেয়ালিপনার কারণে গুরুত্বহীনভাবে উপস্থাপন করা হয়েছে।
এ বিষয়ে দৈনিক যুগান্তর পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি শুয়াইবুর রহমান স্বপন বলেন, সাংবাদিকদের ২/৩টি সংগঠনের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও জাতীয় মৎস্য সপ্তাহের মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অবগত হইনি। উপজেলা প্রশাসনের সকল আয়োজনের বিষয়টি অতিতে জানার সুযোগ পেলেও এবারই ব্যতিক্রম হয়েছে। তিনি বলেন, যতটুকু জেনেছি অধিকাংশ দৈনিক পত্রিকার দায়িত্বশীলরা মৎস্য সপ্তাহের বিষয়ে অবহিত নন। এরকম একটি বিষয় কিভাবে ঘটল, দায়িত্বশীল কর্মকর্তা কেন দৈনিক পত্রিকার সাংবাদিকদের এড়িয়ে গেলেন সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তা যেন তদন্ত করেন সেই দাবি জানাচ্ছি।
দৈনিক জালালাবাদ পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি তোফায়েল আহমদ, দৈনিক আমাদের নতুন সময় ও দৈনিক সবুজ সিলেটের বিয়ানীবাজার প্রতিনিধি আবু তাহের রাজু, দৈনিক একাত্তরের কথা ও দৈনিক দেশ পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি শহীদুল ইসলাম সাজু, দৈনিক যায়যায়দিন পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি তাজবীর আহমদ ছাইম, দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি এহসান করিম খোকন, সাহেদ আহমদ, দৈনিক আওয়ার টাইমস ও সিলেটের দিনরাত্রির বিয়ানীবাজার প্রতিনিধি আহমদ রেজা চৌধুরী, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি আজিম উদ্দিন আরিফসহ দৈনিক পত্রিকার বেশিরভাগ সাংবাদিক মৎস্য সপ্তাহের কার্যক্রম ও সংবাদ সম্মেলন নিয়ে অবগত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে দৈনিক সমকাল পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি ও বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল বলেন, উপজেলা প্রশাসন কখনো সাংবাদিকদের আলাদা করেনি। অতিতে প্রত্যেক সংগঠনের দায়িত্বশীলদের মৌখিকভাবে কিংবা চিঠি দিয়ে অবগত করা হয়েছে। এবার জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রমের সূচনা অনেকটা গোপনে সারতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা সেটি তদন্ত করা উচিত। বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর বলেন, জাতীয় যে কোন দিবসে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়। এবার কেন অধিকাংশ সাংবাদিক অবগত হলেন না সেটি দেখা হবে।