বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বসতবাড়ি থেকে সিএনজি চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে বসতবাড়ি থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামে শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় এ চুরি সংঘটিত হয়।

শ্রমিক নেতা সেলিম আহমদ জানান, উপজেলার পাতন গ্রামের মোহাম্মদ ময়নুল ইসলামের বসত বাড়ি হইতে একটি সি এন জি অটোরিক্সা চুরি হয়েছে। সংঘবদ্ধ চুরেরা শুক্রবার রাতের যে কোনো এক সময় তার বসতঘরের বারান্দায় রাখা সিএনজি টি চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় বিয়ানীবাজার থানায় অভিযোগ দায়ের করা হবে বলে তিনি জানান।

সি.এন.জি টি উদ্ধার করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন সি এন জির মালিক ময়নুল ইসলাম। কোন সহৃদয়বান ব্যক্তি সিএনজি টির সন্ধান পেলে নিন্মে উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করেন তিনি।

গাড়ির নাম্বার মৌলভীবাজার থ ১২-২৪৬৮ নাম হচ্ছে তাবাসসুম & তানজিম।

যোগাযোগ: 01782-361989/ 01778-900275

Back to top button