ওসমানীনগর

ওসমানীনগরে ২ অপহরণকারী আটক, কিশোরী উদ্ধার

নিউজ ডেস্ক- সিলেটের ওসমানীনগরে ২ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। ওই সময় অপহৃতা কিশোরীকে (১৫) উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে আল আমিন (১৮) ও বাবুল মিয়া (২০) নামে ২ জনকে আটক করা হয়। আল আমিন ওসমানীনগর উপজেলার কালনীচর গ্রামের আবুল হোসেনের পুত্র ও বাবুল মিয়া একই উপজেলার মুতিয়ারগাঁও গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, অপহরণকারীরা কিশোরীর পাশের বাড়িতে কাঠ মিস্ত্রির কাজ করতেন। সেই সুবাদে ওই কিশোরীর সাথে আল আমিনের সাথে পরিচিত হয়। বিভিন্ন কৌশলে মিথ্যা আশ্বাস ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে আল আমিন ও বাবুলসহ আরও বেশ কয়েকজন মিলে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যান।

পরবর্তীতে ২৭ আগস্ট রাত ১২.৩০ মিনিটের দিকে উপজেলার উসমানপুর ইউনিয়নের ইছমতি গ্রামের স্থানীয় ইউপি সদস্য সায়েস্তা মিয়ার বাড়ীর সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন আল আমিন ও বাবুলসহ ওই কিশোরীকে আটক করে। তারপর স্থানীয়রা তাদের ওসমানীনগর থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে আল আমিন ও বাবুলসহ আরও ২জনকে অজ্ঞাত করে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহৃতা কিশোরীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। অপহরণকারী দুইজনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Back to top button