বড়লেখা

সুজানগরে মধ্যরাতেও চলছে আগর আতরের কাজ।

জুবায়ের আহমদঃ আগর আতর ব্যবসায় মৌলভীবাজার জেলার বড়লেখা থানার সুজানগর ইউনিয়ন সুখ্যাতি অর্জন করে আছে। আগর আতরের জন্য এই অঞ্চলে সুনাম রয়েছে দেশ-বিদেশে।

এই অঞ্চলের বেশীরভাগ মানুষ আগরের কাজের উপর নির্ভরশীল। সকালের শুরু থেকে শুরু হয় বাটাইলে আগরের উপর ঘষাঘষির শব্দ। দিন পেরিয়ে মধ্যরাত পর্যন্ত চলে সে কাজ। পুরো দিন কাজ করায় পারিশ্রমিক হিসেবে একেকজন পান ৩৫০ টাকা। আবার রাতের প্রতি ঘন্টার জন্য পান ৬০ টাকা৷

সরেজমিনে সুজানগর ইউনিয়ন ঘুরে দেখা যায় যুবকদের পাশাপাশি তরুণরাও এই কাজ করে করছেন। শখের বসেও এই কাজের প্রতি তরুণদের আগ্রহ রয়েছে৷

আগরের কাজ করতে আসা রাশেদ আহমেদ নামে একজন শ্রমিক বলেন আমরা দিন থেকে রাত পর্যন্ত আগরের কাজ করি৷ এই কাজের উপর আমরা নির্ভরশীল৷ তিনি বলেন দিন – রাত বসে কাজ করার জন্য কোমড়ে অনেক সময় ব্যথা করে তারপরও আলহামদুলিল্লাহ।

সুজানগরের বরথল গ্রামের আগর ব্যবসায়ী মামুন আহমেদ বলেন আমার এখানে ৮ জন আগরের কাজ করেন৷ দিন থেকে রাত পর্যন্ত তারা কাজ করেন। তবে রাতের হিসেব আলাদা। ঘন্টা প্রতি দিতে হয় ৬০ টাকা। করোনার ভয়াবহ সময়ে এখন আগরের ব্যবসা খুব একটা ভালো না।

Back to top button