বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে কমছে না করোনা আক্রান্তের সংখ্যা, নতুন আক্রান্ত ২৯জন
নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে কমছে করোনা আক্রান্তের প্রকোপ, নতুন করে উপজেলায় আরও ২৯ জন করোনা পজিটিভ বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা দিতে আসাদের মধ্যে র্যাপিড এ্যান্টিজেন টেস্টে ১৮ এবং সিলেটের ল্যাবে ১১জন মিলিয়ে ২৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন।
নতুন আক্রান্ত ২৯জনসহ উপজেলা এ পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪৩৪ জন এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ৬১ জন।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবু ইসহাক আজাদ বলেন, করোনা আক্রান্তের প্রকোপ বিয়ানীবাজারে আশানুরুপ কমছে না তবে সাধারন মানুষ আরো স্বাস্থ্য সচেতন হলে আক্রান্তের সংখ্যা কমে আসবে।