এসএমএস ছাড়াই নেয়া যাবে অ্যাস্ট্রাজেনেকার টিকা

ফোনে এসএমএস না আসলেও বগুড়ায় নেয়া যাবে অ্যাস্ট্রাজেনেকার টিকা। তবে শুধু দ্বিতীয় ডোজ নেয়া যাবে এই টিকার।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক বলেন, যারা অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছেন, তারা এসএমএস পাওয়ার অপেক্ষায় না থেকে সংশ্লিষ্ট টিকা কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন। যত দ্রুত সম্ভব তাদেরকে এই টিকা নিতে হবে।
তিনি আরো বলেন, অনেকে আগেই এসএমএস পেয়েছেন, অনেকে আবার এসএমএস পাননি এতে কোনো সমস্যা নেই। যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা নিয়েছিলেন, তারা সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। জরুরিভাবে এই টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
ডা. সাজ্জাদ-উল-হক বলেন, আমরা অ্যাস্ট্রাজেনেকার টিকার চার থেকে মাস আগে প্রথম ডোজ দিয়েছি। কিন্তু তাদের মধ্য অনেকে দ্বিতীয় ডোজ নিতে আসছেন না। আমরা এসএমএস দিয়েও তাদের কোনো হদিস পাচ্ছি না। এ কারণে প্রথম ডোজ নেয়া সবাইকে সংশ্লিষ্ট কেন্দ্রে এসে দ্বিতীয় ডোজ নেয়ার অনুরোধ করছি।