ওমান প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বিয়ানীবাজারের তাজ উদ্দিনের খবর জানতে চায় পরিবার (ভিডিও)
তোফায়েল আহমদ, বিয়ানীবাজারঃ কাঁদছেন মা, অপেক্ষায় ওমান প্রবাসী একমাত্র সন্তানের। তবে সন্তান তাজ উদ্দিনের ভাগ্যে কি ঘটেছে জানেননা কেউ। যদিওবা পরিবারকে জানানো হয়েছে তার মৃত্যুর খবর। তাজ উদ্দিন বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামের মৃত কুতুব আলী ও সুরেতুন বিবির একমাত্র ছেলে।
ছোটোকালে বাবাকে হারানো ২৫ বছরের তাজ উদ্দিন ৫ বোনের একমাত্র ভাই। কষ্ট করে সন্তানদের বড় করেছেন জন্মধাত্রী মা, মায়ের এমন কষ্ট লাগবে অনেক স্বপ্ন নিয়ে আড়াই বছর আগে মধ্যেপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমিয়েছিলেন তাজ উদ্দিন। সব চলছিলো ভালোই, হঠাৎ একদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ইমোতে স্বজনদের আকুতি জানিয়ে তাজ উদ্দিন বলেন, সন্দেহবশত পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে। পরে অবশ্য জেলখানা থেকে বারংবার ইমোতে ভয়েস দিয়েছেন, নির্দোশ হয়ে মুক্তিও পাবেন বলে পরিবারকে জানান। দেশে ফিরতে টিকেটের টাকাও চান তার রুমমেট। তবে পরে পরিবারকে সেখানে থাকা তার প্রতিবেশী ফয়সল গত সোমবার পরিবারকে তার মৃত্যুর খবর জানান, যদিও বা তার মৃত্যুর খবরটি নিশ্চিত করতে পারেনি অফিসিয়া কোনো সুত্র।
স্থানীয় লোকজন জানিয়েছেন তার মৃত্যূর খবর নিশ্চিত করতে চেষ্টা করা হচ্ছে। তবে ওমানস্থ বাংলাদেশী দুতাবাসের সহযোগীতা কামনা করে তিনি বলেন, বাংলাদেশ দুতাবাস প্রবাসী তাজ উদ্দিনের ব্যাপারে অফিসিয়ালি কিছু জানালে তারা তাজ উদ্দিনের ভাগ্য সম্পর্কে নিশ্চিত হবেন।
সরেজমিনে তার বাড়িতে গিয়ে দেখা যায়, মায়ের ক্রন্দনে আশেপাশের মানুষ ভিড় করেছেন বাড়িতে, সবার আশা ফিরে আসবে তাজ তার মায়ের কোলে থামবে মায়ের কান্না।
কান্নাজড়িত কন্ঠে প্রতিবেদককে তাজ উদ্দিনের বোন জানান, তাদের একমাত্র ভাই কোনো অপরাধ করে তাহলে বিষয়টি নিশ্চয়ই অনেকে জানতো। তবে কেউ এবিষয়ে কিছু বলছেনা। সেখানে থাকা কয়েকজন জানিয়েছেন সে জেলখানায় মারা গেছে। তবে আমরা বিশ্বাস করতে পারছি না।
প্রতিবেশী ছফর উদ্দিন জানান,পরিবারকে ওমান থেকে জানানো হয়েছে তার মৃত্যুর সংবাদ। তবে মৃত্যুর খবরটি নিশ্চিত করতে আমাদের এলাকার ওমানে বসবাসরত অনেকের সাথে যোগাযোগ হয়েছে। আমরা চাই সেখানকার বাংলাদেশ দুতাবাস তাজ উদ্দিনের ভাগ্যে কি ঘটেছে তা বিস্তারিত জানাতে পারবে।