আফগান মন্ত্রী ছিলেন, এখন জার্মানিতে পিৎজা ডেলিভারির কাজ করছেন!
আফগানিস্তানের যোগাযোগ ও প্রযুক্তি যোগাযোগ মন্ত্রী ছিলেন সৈয়দ আহমদ শাহ সাদাত। সম্প্রতি তাকে জার্মানির লেইপজিগ শহরে পিৎজা ডেলিভারি করতে দেখা গেছে।
স্থানীয় সময় বুধবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার কিছু ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, কমলা রঙের পোশাক পরে পিঠে ব্যাগ নিয়ে সাইকেল চালাচ্ছেন সৈয়দ আহমদ শাহ সাদাত।
ইনডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, লেইপজিগ শহরে পিৎজা ডেলিভারি সময় একজন জার্মান সাংবাদিক রাস্তায় মন্ত্রী সাদাতকে দেখেছেন বলে দাবি করেছেন।
এ বিষয়ে করা এক টুইটে ওই সাংবাদিক বলেন , কিছুদিন আগে এক ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়েছিল। যিনি দুই বছর আগে আফগানিস্তানের যোগাযোগ ও প্রযুক্তি যোগাযোগ মন্ত্রী বলে দাবি করেছিলেন। আমি জিজ্ঞাসা করলাম তিনি লেইপজিগে কী করছেন। তিনি জানান, জার্মানিতে তিনি খাবার ডেলিভারির কাজ করেন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, তালেবান ক্ষমতায় আসতেই আফগানিস্তানে ছেড়ে জার্মানিতে আশ্রয় নেন সাদাত। তবে দেশত্যাগের এক বছর আগে তিনি মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছিলেন।
তালেবান সশস্ত্র গোষ্ঠী গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়। তালেবানের অভিযানের মুখে ওই দিন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালিয়ে যাওয়ায় দেশটির সরকারের পতন হয়। সেই থেকে পুরো দেশ এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, তালেবানের সক্ষমতা বুঝতে না পারা, আগাম পরিকল্পনা না থাকা আর আশরাফ ঘানি প্রশাসনের ওপর অতিরিক্ত বিশ্বাসই কাল হয়েছে ওয়াশিংটনের।
মার্কিন গোয়েন্দারা আদতে বুঝতেই পারেননি, তালেবানের শক্তি কতটা। তাদের ধারণা ছিল পুরো আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় তালেবানের অন্তত ১৮ মাস সময় লাগতে পারে। এতে সেনা প্রত্যাহার, আফগানদের নিরাপত্তা ও বেসামরিক মানুষকে সরিয়ে আনতে যথেষ্ট সময় পাওয়া যাবে মনে করা হলেও, বাস্তবে এমনটা হয়নি।
যেহেতু ধরে নেওয়া হয়েছিল তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণে সময় সাপেক্ষ, তাই জরুরি ভিত্তিতে দেশটি থেকে আফগান নাগরিক ও বিদেশিদের সরিয়ে আনার ইচ্ছা কিংবা আগাম পরিকল্পনা, কোনোটাই ছিল না ডেমোক্র্যাট প্রশাসনের।
যুক্তরাষ্ট্রের অর্থ ও অস্ত্রে, আফগান নিরাপত্তা বাহিনীকে ঢেলে সাজানো হয়েছিল। তাদের প্রশিক্ষণ দিয়েছিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ভেবেছিল, তালেবানের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আফগান সরকারি বাহিনী। এতে রক্তপাতের পথ ছেড়ে প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে আলোচনায় বসবে তালেবান। কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো। তালেবানের সক্ষমতা টের পেয়ে উল্টো দেশ ছেড়ে ভয়ে পালিয়ে যান মার্কিন মদদপুষ্ট প্রেসিডেন্ট ঘানি।