বিয়ানীবাজার সংবাদ

যুক্তরাস্ট্রস্থ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির অর্থায়নে হাসপাতালে অক্সিজেন কন্সেনট্রেটর ও সিলিন্ডার প্রদান

বিয়ানীবাজার টাইমস- করোনার ভয়াবহ পরিস্থিতিতে দিশেহারা সাধারণ মানুষ। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেখা দিতে পারে অক্সিজেন সংকট৷ সেই শঙ্কায় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এগিয়ে এসেছেন প্রবাসীরা।

বুধবার মধ্যাহ্নে বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক এর অর্থায়নে বিয়ানীবাজার সরকারি হাসপাতালে প্রদান করা হয়েছে ১০ টি অক্সিজেন কন্সেনট্রেটর ও সিলিন্ডার৷

উক্ত অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু ইশহাক আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব এবং সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী৷

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর, পৌর আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল নুর, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, সিনিয়র সাংবাদিক উজ্জ্বল আহমেদ, বিয়ানীবাজার জার্নালিস্ট এসেসিয়োশেনের সভাপতি আহমেদ ফয়সাল, পৌরসভার ২ নং প্যানেল মেয়র নাজিম উদ্দিন, মোল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান।

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ধন্যবাদ জ্ঞাপন করেন ইউএস এর বিয়ানীবাজার সমিতিকে যারা বৃহৎ ২৫ লক্ষ টাকার অক্সিজেন কন্সেনট্রেটর দিয়েছেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে। উক্ত অনুষ্ঠানের সভাপতি বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন মানবতার ফেরিওয়ালা হয়ে যারা করোনাকালীন সংকটের সময় পাশে এসে দাড়িয়েছেন তাদের কাছে বিয়ানীবাজার সরকারী হাসপাতাল চিরোঋনি হয়ে থাকবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর ও বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর বলেন প্রবাসীরা বিয়ানীবাজারবাসীর অহংকার। তাদের দেওয়া অনুদান বিয়ানীবাজারবাসী মনে রাখবে চিরদিন

পরিশেষে সবাই বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, ইনক এর প্রত্যেক সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন।

Back to top button