জুড়ী

জুড়ীতে দৈনিক যায়যায়দিনের ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ- মৌলভীবাজারের জুড়ি উপজেলায় পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ (২৩ আগষ্ট) সোমবার উপজেলা প্রতিনিধি আব্দুর রহমান শাহীনের সভাপতিত্বে জেজেডি ফেন্ডস ফোরামের উদ্যোগে ও কেয়া কসমেটিকসের সৌজন্যে আলোচনা সভা ও মাস্ক বিতরণী অনুষ্ঠান পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাব সভাপতি তানজির আহমেদ রাসেল, অনলাইন প্রেসক্লাব সভাপতি এস এম জালাল উদ্দিন, জুড়ী প্রেসক্লাব সহ-সভাপতি হারিস মোহাম্মদ, ইমরানূল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সদস্য সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোটার্স ইউনিটি সভাপতি মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য করোনা ভাইরাস সংক্রমণের সুরক্ষা নিশ্চিত করতে আলোচনা সভা শেষে মাস্ক বিতরণ করা হয়।

Back to top button