বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ফের শুরু হয়েছে প্রথম ডোজ টিকা প্রদান, স্বস্থিতে সাধারণ মানুষ

বিয়ানীবাজার টাইমস- বিয়ানীবাজারে ফের শুরু হয়েছে টিকার প্রথম ডোজ প্রদান। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সিনোফার্মের আরও ৪ হাজার দুই শত ডোজ বরাদ্দ পেয়েছে।

অফিসিয়ালী আজ সোমবার থেকে প্রথম ডোজ প্রদানের ঘোষণা থাকলেও দ্বিতীয় ডোজ গ্রহণ কারীর সংখ্যা কম থাকায় দায়িত্বশীলরা প্রথম ডোজের নিবন্ধনকারিদের বার্তা প্রদান অব্যাহত রেখেছেন এবং গত বৃহস্পতিবার থেকে প্রথম ডোজ টিকা প্রদান করে আসছেন। প্রথম ডোজ গ্রহণকারীদের একটি রুমে এবং দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের আলাদা আরেকটি রুমে টিকা প্রদান করা হচ্ছে।

সরেজমিনে সকালে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায় সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন টিকা গ্রহণের জন্য। যারা টিকা সঙ্কট থাকায় প্রথম ডোজ টিকা গ্রহণ করতে পারেন নি তাদের সংখ্যাই ছিল বেশী তবে দ্বিতীয় ডোজ গ্রহণ কারীরাও এসেছিলে টিকা গ্রহণ করতে

প্রথম ডোজ টিকা গ্রহণ করতে পেরে একজন তরুণী বলেন টিকা গ্রহণ করতে পেরে এখন ভালো লাগছে। প্রথম ডোজ বন্ধ থাকায় দুশ্চিন্তায় ছিলাম টিকা পাবো কী না। দেশে টিকার ব্যবস্থা করায় তিনি সরকারকেও ধন্যবাদ জানান।

একজন বৃদ্ধা প্রতিবেদকের কাছে নিজের সস্তির কথা প্রকাশ করেন। তিনি বলেন টিকা গ্রহণ করতে পেরে তিনি এখন বেশ খুশী

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আবু ইশহাক আজাদ বলেন প্রথম ডোজ টিকা কার্যক্রম অব্যাহত থাকবে যতদিন টিকা মজুদ আছে। তবে যারা কেবল ম্যাসেজ পেয়েছেন তাদের টিকা গ্রহণ করতে আসার জন্য তিনি আহ্বান করেন। তিনি আরও বলেন প্রথম ডোজ গ্রহণের জন্য রেজিস্ট্রেশনকারী এখনও ২৮ হাজারের মতো বাকি রয়েছেন। সেজন্য ম্যাসেজ সংক্রান্ত জটিলতায় ভোগছেন সাধারণ মানুষ। তবে ধীরে ধীরে সবাইকে টিকার আওতায় নেওয়া হবে বলে জানান তিনি

Back to top button