মৌলভীবাজার
কমলগঞ্জে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মনোয়ার হোসেন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২২ আগস্ট) সকাল ১১ টার দিকে বন্দেরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। মনোয়র হোসেন কমলগঞ্জ উপজেলার বাল্লারপার গ্রামের মৃত মোসলিম মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মনোয়ার হোসেন সকালে বন্দেরগাঁও প্রাথমিক বিদ্যালয়ে রংয়ের কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত বিদ্যুৎ পৃষ্টে হলে স্থানীয়রা স্বাস্থ্যা কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার জয়দেব পাল মনোয়ার হোসেনকে মৃত ঘোষনা করেন।