কুলাউড়া

ভারতে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার সঞ্জিতের মৃত্যু

মনিরুল ইসলাম, জুড়ী-ভারতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সঞ্জিত দাস (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। সে কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকার বাসিন্দা ও নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রয়াত শিক্ষক সিতেশ চন্দ্র দাসের বড় ছেলে।

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে সঞ্জিত ভারতে এক সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গৌহাটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন পৌর শহরের মাগুরার বাসিন্দা সঞ্জিত দাসের কনিষ্ঠ ভ্রাতা শান্তনু দাস। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

Back to top button