বড়লেখা

বড়লেখায় টিলা খেকোদের বিরুদ্ধে প্রশাসনের এ্যাকশন

বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলার মাটি কেটে পরিবহনের দায়ে এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকালে উপজেলার উত্তর শাহবাজপুরের করমপুর এলাকায় এই জরিমানা আদায় করা হয়। বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন এই জরিমানা করেন। এসময় শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক খোরশেদ আলম উপস্থিত ছিলেন৷

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়,অবৈধভাবে টিলাকর্তন করে মাটি পরিবহন করার খবর পেয়ে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় মাটি পরিবহনের সময় হাতেনাতে এক ট্রাক্টর চালককে আটক করা হয়৷ পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন বলেন, অবৈধভাবে টিলার মাটি পরিবহনের দায়ে একজনকে জরিমানা করা হয়েছে৷ অবৈধভাবে টিলা কর্তনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Back to top button