গোয়াইনঘাট

গোয়াইনঘাটে পরোয়ানাভুক্ত মা-মেয়ে গ্রেপ্তার

নিউজ ডেস্ক- সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, একই মামলার প্রধান আসামী শাহ আলম পলাতক রয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের বুগইলকান্দি গ্রামের গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী শাহ আলম (৪৯) এর স্ত্রী সেলিনা বেগম (৪০) ও তার স্বামী পরিত্যক্তা মেয়ে রুনা বেগম (২০)-কে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় প্রধান আসামী শাহ আলম।

পুলিশ জানায়, গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের বুগইলকান্দি গ্রামের মৃত তসলিম আলীর ছেলে মাওলানা নছিব উদ্দিন গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-১১২৭, তারিখ-২১/০১/২০২১ ইং। এই সাধারণ ডায়েরি তদন্ত করে পুলিশ আদালতে একটি প্রতিবেদন দাখিল করে।

আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রধান করেন। কিন্তু আসামীরা আদালতের নির্দেশনাকে অমান্য করে। পরে গত ১৮ আগস্ট বুধবার মামলার ধার্য্য তারিখেও আসামীরা উপস্থিত না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ পরিমল দেব সাজাপ্রাপ্ত আসামী মা-মেয়েকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Back to top button