জুড়ী
জুড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজার জেলার জুড়ীতে ৪১২ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জুড়ী থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৮ টায় উপজেলার দক্ষিণ জাঙ্গীরাই থেকে তাকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে জুড়ী থানার তদন্ত ওসি আবুল কালামের নেতৃত্বে এসআই সুপ্রিয় নন্দি ও এএসআই মোঃ মনিরুল ইসলাম সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার জাঙ্গিরাই গ্রাম থেকে এই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে।
ইয়াবা ব্যবসায়ী ফরিদ উদ্দিন মৌলভীবাজার সদর উপজেলার ছদিক মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে ৪১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জুড়ী থানার এসআই সুপ্রিয় নন্দি মোবাইল ফোনে ৪১২ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।