কুলাউড়ামৌলভীবাজার

কুলাউড়ায় হত্যা মামলার পলাতক আসামী ছিদ্দেক মিয়া গ্রেফতার

নিউজ ডেস্কঃ কুলাউড়া থানা পুলিশের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি সিদ্দিক মিয়া কে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) গাজীপুরের কাপাসিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি কুলাউড়া উপজেলার মনছড়া বস্তির আব্দুল মালিকের ছেলে।

কুলাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীরের সার্বিক দিক নির্দেশনা ও অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম ও এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করে।

উল্লেখ্য যে, গত ২১ জুলাই ঈদুল আযহার দিন বিকাল অনুমান ০৪.০০ ঘটিকায় ঈদের জামাতে খুতবা কে কেন্দ্র করে কুলাউড়া থানাধীন ১৩ নং কর্মধা ইউপির অন্তর্গত মনছড়া বস্তির বাদী মতিন মিয়ার সমতল খাস জমিতে প্রতিপক্ষ আনফর আলী ও তার পক্ষের লোকজন বাদীর ছেলে ভিকটিম সুমন মিয়াকে চাকু দিয়া আঘাত করে হত্যা করে।

গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে, কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ বিনয় ভূষণ রায় বলেন, গ্রেফতারের পর আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Back to top button