মৌলভীবাজার

৩৩৩ নম্বরে কল: খাদ্য সহায়তা পেলেন মৌলভীবাজারের প্রায় ৪ হাজার পরিবার

নিউজ ডেস্ক- করোনাকালীন সময়ে গৃহবন্দি অসহায় মানুষ ৩৩৩ নম্বরে কল দিয়ে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবন, সাবান সহায়তা পেলেন মৌলভীবাজারের ৩ হাজার ৭শ৭৪ পরিবার।

মঙ্গলবার(১৭ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে আরোপিত বিধি নিষেধের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদানে বর্তমান সরকার বদ্ধপরিকর। এরূপ পরিস্থিতিতে মানবিক সহায়তার পাশাপাশি ৩৩৩ নম্বরে অনুরোধকারীদের খাদ্য সহায়তা প্রদান বর্তমান সরকারের আরও একটি অনন্য উদ্যোগ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল হতে ১৬ আগস্ট পর্যন্ত মৌলভীবাজার জেলার ৭ টি উপজেলায় ৩৩৩ নম্বরে কল সংখ্যা প্রায় ৪ হাজার। এর মধ্যে থেকে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ প্রাপ্ত কলের ভিত্তিতে যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এ পর্যন্ত সর্বমোট ৩ হাজার ৭৭৪ টি পরিবার এবং ১৮ হাজার ৮৭০ জনের মধ্যে এই খাদ্য সহায়তা প্রদান করেছেন।

Back to top button