গোয়াইনঘাট

দীর্ঘ পাচ মাস পর গোয়াইনঘাটের শিক্ষার্থী মুন্না হত্যার আসামী গ্রেপ্তার

নিউজ ডেস্ক- গোয়াইনঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) ২য় বর্ষের মেধাবী শিক্ষার্থী নজরুল ইসলাম মুন্না হত্যায় হত্যা মামলার ২নং নম্বর আসামি ইমনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে সিলেট নগরীর লালদীঘির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নোয়াপাড়া গ্রামের দুলালের ছেলে।

মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে সিলেটভিউকে এ তথ্য জানিয়েছেন কতোয়ালী মডেল থানার ওসি এসএম আবু ফরহান।

এর আগে মুন্না হত্যা মামলার প্রধান আসামি ইমনের পিতা দুলাকেও পুলিশ গ্রেফতার করে পুলিশ। বর্তমানে ইমনের পিতা দুলাল কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, গত বছর ৫ মার্চ সিলেট নগরীর জিন্দাবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের স্নাতক (সম্মান) ২য় বর্ষের ছাত্র নজরুল ইসলাম মুন্না। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করে।

নিহত কলেজ শিক্ষার্থী নজরুল ইসলাম মুন্না গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বহর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। মুন্না তৎকালীন সময়ে পরিবারের সাথে নগরীর চৌকিদেখিতে বসবাস করতেন।

Back to top button