মৌলভীবাজারজুড়ী

ক্যান্সারের কাছে হার মানায় ডাক্তার হওয়ার স্বপ্ন অধরাই রয়ে গেল সজীবের

মনিরুল ইসলাম, জুড়ী :: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের নবম শ্রেণীর মেধাবী ছাত্র সজীব দাস (১৫) আর নেই। অবশেষে ক্যান্সারের কাছে হার মেনে বিদায় নিয়েছে সে। শনিবার বিকেল ৩.৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সজীব।

পারিবারিক সূত্রে জানা যায়, সজিব উপজেলার নীরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। পাঁচ বছর পূর্বে লিউকেমিয়া (ক্যান্সার) আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা গ্রহণ করে মোটামুটি সুস্থ হলেও সম্প্রতি সে মারাত্মক ব্রেইন টিউমারে আক্রান্ত হয়েছে। পারিবারিক সম্পত্তির প্রায় সবটাই শেষ হয়ে গেছে তার চিকিৎসার খরচ চালাতে গিয়ে। গত কয়েকদিন পূর্বে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুর কাছে হার মানে সজীব।

সজিবের নিকট আত্মীয় প্রদীপ দাশ মুঠোফোনে বলেন, সজীব লেখাপড়া অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। তার স্বপ্ন ছিল বড় হয়ে সে ডাক্তার হবে। কিন্তু ক্যান্সারের কাছে হার মেনে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে সজিব। সবাই সজিবের জন্য আশির্বাদ করবেন।

Back to top button