বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সিনোফার্মের টিকা নেই, ফিরে গেছেন শত গ্রহীতা

জুনিয়র প্রতিবেদকঃ বিয়ানীবাজারে সিনোফার্ম টিকার অপ্রতুলতা দেখা দিয়েছে। সকাল থেকে শ’খানেক টিকা গ্রহীতা ভিড় জমিয়েছিলেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে। মেসেজ পেয়েও এসে সেখানে টিকা না পেয়ে অনেক গ্রহিতাকে ফিরে যেতে হয়েছে।

শনিবার সরেজমিনে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ঘুরে দেখা যায় সিনাফার্মের প্রথম ডোজ নেওয়ার জন্য টিকা গ্রহীতারা ভিড় জমিয়েছিলেন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের টিকা কেন্দ্রের সামনে। কিন্তু টিকা ১৩০ জন্য গ্রহিতাকে টিকা দেওয়ার পর তা শেষ হয়ে যায়। সেজন্য অনেক কে ফিরে যেতে হয় টিকা না পেয়ে। আবার অনেককেই দেখা যায় মোবাইলে ম্যাসেজ না পেয়েও ভিড় জমিয়েছিলেন টিকার গ্রহণ করার জন্য। পরে সেখানে দায়িত্বশীলরা বুঝিয়ে তাদেরকে বাড়ি ফিরিয়ে দেন।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন আজকে টিকার অপ্রতুলতা ছিল। আমরা আজকে শতাধিকের বেশী মানুষকে টিকা দিতে পেরেছি। তবে টিকা ঢাকা থেকে আসতেছে। ২/১ দিনের মধ্যে সিনোফার্মের টিকার অপ্রতুলতা থাকবে না। তিনি আরও বলেন কবিশিল্ড এর ২য় ডোজ চলতেছে এবং এখন পর্যন্ত টিকা গ্রহণের জন্য নিবন্ধিত রয়েছে প্রায় ২৩ হাজারের মতো।

Back to top button