মৌলভীবাজার

মৌলভীবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের রাজনগর উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় কুশিয়ারা নদীতে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১০আগস্ট) দুপুর আড়াইটায় রাজনগরের আব্দুল্লাহপুরে কুশিয়ারা নদী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এই সময়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ (গ) ধারা লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা মোতাবেক ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

Back to top button