খোলা জানালা

করোনায় বিয়ানীবাজার এবং সিলেটের পরিস্থিতি ভয়াবহ

আলফা ক্লিনিকে আইসোলেশনে সিট খালি নাই। আজকে ভোর ৫টায় একজন রোগী খুবই খারাপ অবস্থায় নিয়ে ভর্তি হন। এখান থেকে সিলেট আইসিইউতে সিট খুজতেছিলেন ডাক্তার ইসহাক চাচা। রোগীর অবস্থা বেশি খারাপ তাই সিলেট নিয়ে যাওয়ার লাগবে কিন্তু এর কিছু সময় পরেই রোগী এখানেই ইন্তেকাল করেন। ( ইল্লালিল্লাহি…রাজিউন)

এর একটু পরেই সিলেটের একটি হাসপাতাল থেকে ফোন আসে যে, আইসিইউতে একজন মারা গেছেন চলে যাবে সিট খালি হবে,আপনার রোগী পাঠাতে পারেন। চিন্তা করেন, (আল্লাহু আকবার)এইদিকে আলফা ক্লিনিকের আইসোলেশনে বেড খালি নাই। দুইজন অপেক্ষায় আছেন। ঐ রোগী যাওয়ার অনেক পরে অন্য একটা বেডে আরেক রোগীকে দেওয়া হয়। আবার অক্সিজেন খালি নাই। সাতটা কনসেনট্রেটর সাথে সিলিন্ডার অবিরাম চলে।

আপনারাই বুঝেন।

সচেতন হওয়া ছাড়া কোনো বিকল্প নাই।
মাস্ক পরুন,সতর্ক থাকুন।আল্লাহ আপনি আমাদের মাফ করেন,রহমত করেন।

লেখকঃ  আলফা ক্লিনিক এর রিসিপশনিস্ট হাবিব লোদী

Back to top button