মৌলভীবাজার

মৌলভীবাজারে অবৈধ বালু উত্তোলনে ইউপি সদস্যকে দণ্ড

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ইউপি সদস্য আব্দুল ওয়াহীদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার ভুনবীর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। এসময় অবৈধ্য ভাবে উত্তোলিত ২ লক্ষ ১ হাজার ১২৭ ঘনফুট বালু জব্দ করা হয়। বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

আজ সোমবার দিনব্যাপী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। এই অপরাধের সাথে যুক্ত সবাইকে আইনের আওতায় আনা হবে। একই সাথে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

Back to top button