বিয়ানীবাজার সংবাদ

ভাইয়ের মৃত্যুর স্থান দেখতে গিয়ে প্রাণ গেলেো অপর দুই ভাই, মারা যান একইভাবে

মাত্র এক সপ্তাহ আগে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিলেন ভাই। ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে তার মৃত্যুর স্থান দেখতে গিয়েছিলেন অপর দুই ভাই। কিন্তু সেখানে একইভাবে ট্রেনে কাটা পড়ে মারা যান তারা।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার এই ঘটনা ঘটেছে বলে সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।পুলিশ জানিয়েছে, এ বছরের ২৬ জুলাই ইস্ট হেব্রন স্ট্রিটে গাড়ি নিয়ে যাওয়ার সময় ট্রেনের সাথে সংঘর্ষে বাল্টাজার টাকুইরাম (২৭) মারা যান।

বাল্টাজারের মৃত্যুর এক সপ্তাহ পর সেখানে তার স্মরণে শোক প্রকাশ করতে যান পাবলো টাকুইরাম (২৯) আর জস চিলামবালাম টাকুইরাম (২০)। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে ট্রেনে কাটা পড়েন দুই ভাই। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

ওই সময়কার ভিডিওতে দেখা গেছে, যখন ট্রেনটি আঘাত হানে তখন দুই ভাই রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল। তবে ট্রেন আসার আগে দুই ভাই কতক্ষণ রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিল তা স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মৃত ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতে তারা মোমবাতিও জ্বালিয়েছেন। ওই সময় ট্রেনের হর্ন,লাইট, ক্রসিং অ্যালার্ম সব ঠিকঠাক মতো কাজ করার পরও কিভাবে দুর্ঘটনা ঘটল তা স্পষ্ট নয়।

একসঙ্গে একই জায়গায় এভাবে তিন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু দুঃখজনক বলে জানিয়েছে পুলিশ।

Back to top button