সততার অনন্য নজির, কানাইঘাটে হারিয়ে যাওয়া টাকা ফেরত পেলেন বিয়ানীবাজারের যুবক

নিজস্ব প্রতিবেদকঃ ব্যাক্তিগত কাজে তিনদিন আগে কানাইঘাট উপজেলার গাছবাড়ি বাজারে গিয়েছিলেন বিয়ানীবাজারের যুবক, স্বেচ্ছাসেবী সংঘটন প্রতিশ্রুতির প্রতিষ্ঠাকালীন সদস্য সৈয়দ খালেদ। তিনি সেখানে তার সাথে থাকা ১৫০০০ টাকা হারিয়ে ফেলেন।
তিনি যখন টাকাগুলো খুজে পাবার আশা ছেড়ে দিয়েছিলেন তখনই গাছবাড়ি বাজার থেকে ফোন, আপনার কিছু টাকা কি হারিয়েছেন ভাই? রবিবার (৮ আগস্ট) গাছবাড়ি বাজারে গিয়ে টাকা খুজে পাওয়া ব্যবসায়ীর কাছ থেকে প্রমান দিয়ে টাকা ফেরত পান বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার সন্তান সমাজসেবী তরুন সৈয়দ খালেদ।
টাকা পেয়ে মালিকের কাছে ফেরত দেয়া সততার অনন্য নজির স্থাপনকারি ব্যাক্তি জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের কিলোগ্রামের আব্দুল বাছিত চৌধুরী।
টাকা ফেরত পেয়ে সৈয়দ খালেদ জানান, গত দুইদিন আগে আমার ভুলবসত ১৫০০০ টাকা পকেট থেকে পড়ে যায় অনেক খোজাখুজি করে না পেয়ে আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম হঠাৎ ফোন আসল এক ভাইয়ের আমার মোবাইলে আপনার কি কিছু হারিয়ে গিয়েছে আমি সাথে সাথে উনাকে আমার টাকা হারানোর কথা বলি। আজ সব প্রমাণ দিয়ে আমার টাকা এনেছি। এখন ও ভাল মানুষ আছে বলেই পৃথিবীটা এখন ও আছে।