বিয়ানীবাজার উপজেলায় টিকার জন্য হচ্ছে না নিবন্ধন, কোটা পরিপূর্ণ

জুনিয়র প্রতিবেদক- বিয়ানীবাজার উপজেলায় সাধারণ মানুষ পড়েছেন টিকা নিবন্ধের জটিলতায়। অনেক চেষ্ঠা করেও সাধারণ মানুষ পারছেন না টিকার জন্য নিবন্ধন করতে।
টিকা নিবন্ধে অভিযোগের শেষ নেই এখন বিয়ানীবাজার উপজেলার সাধারণ মানুষের। নতুন করে অনেকেই পারছেন না টিকা নিবন্ধন করতে। টিকা নিবন্ধের জন্য অনেকেই আবেদন করতে চাইলে এপসের মধ্যে দেখাচ্ছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কেন্দ্রে টিকার কৌটা পরিপূর্ণ৷ তাই নতুন করে নিবন্ধন হচ্ছে না৷
আবার উপজেলার অনেক মানুষ দশ দিন পূর্বেও নিবন্ধন করেও এখন ও পাচ্ছেন না টিকা গ্রহণ করার জন্য মোবাইলে ম্যাসেজ। এতে পুরো উপজেলার অনেককেই পোহাতে হচ্ছে বাড়তি দুর্ভোগ।
করোনার হানায় এখন বিয়ানীবাজারের পুরো উপজেলার সাধারণ মানুষ আতঙ্কিত। সেজন্য টিকা গ্রহণ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন উপজেলার সাধারণ মানুষ যাতে করোনার সংক্রমণ থেকে রক্ষা পায়।
করোনার এমন ভয়াবহতায় ভ্যাক্সিনের জন্য নিবন্ধন জটিলতা এবং ম্যাসেজ সংক্রান্ত সমস্যার কারণে উপজেলার অধিকাংশ সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে দুর্ভোগ।
সাহেদ আহমেদ নামে একজন যুবক বলেন অনেক চেষ্ঠা করেও আমি নিবন্ধন করতে পারছি না। বার বার দেখাচ্ছে কৌটা পরিপূর্ণ। কীভাবে এখন আমি নিবন্ধন করবো বুঝতে পারছি না।
সালমান আহমেদ নামে একজন বলেন ১০ দিন পূর্বে আমি ভ্যাক্সিনের জন্য নিবন্ধন করেছিলাম। কিন্তু এখনও আমি কোন ম্যাসেজ পাই নি। যত দ্রুত সম্ভব আমি টিকা গ্রহণ করতে চাই। কিন্তু ম্যাসেজ কখন আর কীভাবে পাবো?
এ বিষয়ে কথা হয় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরীর সাথে। নিবন্ধন করতে গেলে ক্ষেন্দ্রে কৌটা কেন পরিপূর্ণ দেখাচ্ছে? আবার অনেকেই নিবন্ধন করার পরও দীর্ঘ দিন পরেও ম্যাসেজ কেন পাচ্ছেন না। কারণ হিসেবে তিনি বলেন একটি উপজেলায় রেজিস্ট্রেশনের জন্য যে কৌটা থাকে এখন তা পরিপূর্ণ হয়েগেছে। আমরা নতুন করে আবেদন করে সেই কৌটা আরও বৃদ্ধি করবো