মৌলভীবাজার

লকডাউনে শ্রীমঙ্গলে রিসোর্ট খোলা, ৭০ হাজার টাকা জরিমানা

টাইমস ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যক্তিদের থাকতে দেয়ায় দুটি রিসোর্টকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৬ আগষ্ট) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গলের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন।

এসময় সংক্রামক রোগ প্রতিরোধ আইন অনুযায়ী উপজেলার রাধানগরে অবস্থিত নভেম রিসোর্টকে ২০ হাজার টাকা এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য ও ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন এবং বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইনে লেমন গার্ডেন রিসোর্টকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

করোনা সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

Back to top button