বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে করোনা পজিটিভ আরো ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে করোনা পজিটিভ আরো ২ জনের মৃত্যু হয়েছে। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
উপজেলায় করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশংকাজনভাবে বাড়ছে জানিয়ে তিনি বলেন, মৃত্যুবরনকারি দুইজনকে স্বাস্থ্যবিধি মেনে স্বেচ্ছাসেবী টিম দ্বারা দাফন কাফন সম্পন্ন করা হবে।
করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরনকারি একজনের বাড়ি বিয়ানীবাজার পৌরসভা এলাকার কসবা গ্রামে। তিনি সিলেট রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজনের বাড়ী উপজেলার মুড়িয়া ইউপির ছোটদেশ গ্রামে। তিনি করোনা পজিটিভ হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৫ তে। এখন পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০৫৪ জন।