কুলাউড়ার মেধাবী সাংবাদিক শাকির আহমেদ আর নেই

কুলাউড়া প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার মেধাবী সাংবাদিক শাকির আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। শুক্রবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে ডায়াবেটিসজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
মৃত্যুর বিষয়টি তাঁর পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন কুলাউড়ায় কর্মরত সাংবাদিকরা। গুণী এই সাংবাদিক রেখে গেছেন তার স্ত্রী, এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী।
এদিকে, শাকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার সহকর্মীরা। এক শোকবার্তায়, শাকিরের এমন চলে যাওয়া আমাদের জন্য গভীর থেকে গভীরতর শোক এবং কষ্টের। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিদাউস নসিব করুন এবং তাঁর শোকে কাতর পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন।