শ্রীমঙ্গলে হামলায় আহত চা শ্রমিক নেতার স্ত্রীর মৃত্যু

প্রতিবেশিদের হামলায় আহত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালীর সভাপতি বিজয় হাজরার স্ত্রী রুপবতী হাজরা (৫০) মারা গেছেন। বুধবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এরআগে বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ পরিবারের। এই হামলায় বিজয় হাজরার ছেলে সাধন হাজরা (৩০) ও ছেলের বউ সাথী হাজরা (২৫) গুরুতর আহত হয়েছেন৷
নিহতের ছেলে সাধন হাজরা বলেন, আমাদের বাড়ির পাশে সড়কে কিছু গোবর ফেলা হয়েছিলো। কিছুদিন আগে আমাদের প্রতিবেশী লাল বাহাদুর, ধন বাহাদুর ও আশু বাহাদুররা রাস্তার উপর থেকে গোবর সরানোর জন্য বলেন। আমরা তখন বলি, ধান কাটা শেষ হওয়ার পর আমরা গোবর সরিয়ে নিবো৷
সাধন অভিযোগ করে বলেন আজ (বুধবার) বিকেলে লাল বাহাদুর মদ্যপ হয়ে আমাদের গালাগালি শুরু করলে একপর্যায়ে আমি বাধা দেই৷ তখন তারা তিন ভাই লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা করে এবং আমার মাথায় দা দিয়ে কোপ দেয়৷ এই ঘটনা দেখতে পেয়ে আমার মা ও স্ত্রী ছুটে আসলে আমার মা ও স্ত্রীয়ের মাথায় ও শরীরে আঘাত করে। আমার মায়ের মাথায় আঘাত করার সাথেসাথে তিনি মাটিতে লুটিয়ে পরে যান৷ পরে পার্শ্ববতী মানুষজন ছুটে এলে লাল বাহাদুর ও তার দুই ভাই পালিয়ে যায়৷
এদিকে ঘটনার পরপরই আহত রুপবতী হাজরাকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে, এবং সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওসমানী করোনারী কেয়ার ইউনিট (সিসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে মারা যান রূপবতী৷
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, এই ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয় নি৷ নিহতের লাশ সিলেটে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷
প্রসঙ্গত নিহত রুপবতী হাজরা শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরার কাকী।