মৌলভীবাজার

মৌলভীবাজারে চোর-পুলিশ খেলছেন দোকানিরা, ম্যাজিস্ট্রেট-পুলিশ ভয়ে পাহারা

নিউজ ডেস্ক- দোকানের সামনে পাহারা। তবে এ পাহারা চোরের জন্য নয়। এ পাহারা পুলিশের চোখ ফাঁকি দিতে আর ম্যাজিস্ট্রেটের অভিযান থেকে রেহাই পেতে। করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউন নিশ্চিত করতে দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও পুলিশের সাথে লুকোচুরি খেলে অনেকেই দোকানপাট খোলা রাখছেন।

অর্ধেক শার্টার নামিয়ে পাহারায় লোক রেখে চলে বেচাকেনা। দোকানের ভেতরে থাকা লোকজন কান পেতে রাখেন পাহারাদারের সিগন্যাল বা পুলিশের গাড়ির সাইরেনের। পুলিশ-ম্যাজিস্ট্রেট আসতে দেখলেই পাহারাদার সিগন্যাল দেন। সেই শব্দ শুনলেই ঝটপট নামিয়ে ফেলেন দোকানের শার্টার।

পুলিশ-ম্যাজিস্ট্রেটের সাথে চোর-পুলিশ খেলেই দোকান খুলছেন মৌলভীবাজার শহরের ব্যস্ততম সেন্ট্রাল রোডের ছোট ছোট কাপড়ের দোকান, জুতার দোকানের ব্যবসায়ীরা। সরেজমিনে এই চিত্র দেখা যায় শহরের দোকানগুলোতে ।

সেন্ট্রাল রোডের কাপড়ের দোকানের এক ব্যবসায়ী বলেন, এই নিয়ে আমি দুইবার ৫০০ টাকা করে ১ হাজার টাকা জরিমানা দিয়েছি। কি করবো দোকান না খুলে পরিবার নিয়ে চলাফেরা করবো কি করে। বেচাকেনা নাই তারপরও যদি পাঁচশ-হাজার যা হয়। তালা চাবি হাতে বাইরে দাড়িয়ে দেখছি হঠাৎ করে আসলে শার্টার ফেলে তালা দিয়ে দিবো।

মানবতা দেখিয়ে কর্মচারীকে চাকরি থেকে বের করে দেইনি। এখন তার মাসিক বেতন দিবো কি করে আর আমি দোকান ভাড়া দিয়ে কিভাবে চলব।

Back to top button