মৌলভীবাজার
স্ব-পরিবারে করোনা মুক্ত মৌলভীবাজারের ডিসি

নিউজ ডেস্কঃ স্ব-পরিবারে করোনা মুক্ত হলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। গতকাল রবিবার (১ আগস্ট ) দুপুরে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি জানান, গত ৩১ জুলাই স্ব-পরিবারের করোনা পরীক্ষার জন্য ফের নমুনা দেন। এবারের নমুনা পরিক্ষায় তাঁর পুরো পরিবারের সদস্যদের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান গত ৫ জুলাই স্ব-পরিবারে করোনা আক্রান্ত হলে হোম আইসোলেশন থেকে চিকিৎসা নেন। গত বছরের ৫ জুলাই মৌলভীবাজারে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মীর নাহিদ আহসান। করোনা পরিস্থিতি সামাল দিতে তিনি সার্বক্ষণিক মাঠে ছিলেন।