বিয়ানীবাজারে মোবাইল কোর্ট শুরু হলেই রাস্তা ফাঁকা, চলে গেলে আগের অবস্থা!
জুনিয়র প্রতিবেদক:: সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ মানাতে নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছে প্রশাসন। সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করার জন্য প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে । তারপরও স্বাস্থ্য সচেতনতায় বড্ড উদাসীন সাধারণ মানুষ।
লকডাউনের নবম দিনে বিয়ানীবাজার উপজেলা জুড়ে সাধারণ মানুষের চলাচল অনেকটা বৃদ্ধি পেয়েছিল। তবে পুলিশ ও বিজিবি মাঠে কাজ করছিল প্রতিদিনের মতোই। বেলা বাড়ার সাথে সাথে প্রশাসনের তৎপরতায় সাধারণ মানুষের চলাচল অনেকটা নিয়ন্ত্রণে আসে।
লকডাউনের শুরু থেকে সরেজমিনে বিয়ানীবাজার পৌরশহরসহ আশপাশের এলাকা ঘুরে দেখা যায় ভ্রাম্যমাণ আদালত শুরু হলেই পৌরশহর কিংবা গ্রামীণ বাজার গুলো মুহুর্তেই ফাকা হয়ে যায়। আবার ভ্রাম্যমাণ আদালত শেষ হলে গ্রামীণ বাজার থেকে শুরু করে বিয়ানীবাজার পৌরশহর আবার ব্যস্ততম হয়ে উঠে।
এ বিষয়ে মুঠোফোনে কথা হয় বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুন নুরের সাথে। তিনি বলেন উক্ত বিষয়ে ইতিমধ্যে আমরা অবহিত হয়েছি। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে উক্ত বিষয়ে আমরা আরও কঠোর হবো।