শুরু হয়েছে অনার্স প্রথম বর্ষে আবেদন, পছন্দের বিষয় পাওয়া না পাওয়ার শংকায় শিক্ষার্থীরা
জুনিয়র প্রতিবেদকঃ সারা দেশে গত ২৮ জুলাই থেকে শুরু হয়েছে ২০২০-২০২১ অর্থবছরের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির আবেদন। করোনা মহামারী আর লকডাউনের মধ্যে অত:পর আবেদন করার সুযোগ পাওয়ায় অনেকটা স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা৷
করোনা মহামারীর কারণে ২০২০-২০২১ অর্থবছরের শিক্ষার্থীদেরকে এসএসসি পরিক্ষার ফলাফলের উপর মূল্যায়ন করে উত্তীর্ণ করে দেওয়া হয়। তখন থেকে প্রায় দের বছরের অধিক সময় থেকে বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান।
অবশেষে অনার্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করার করার সুযোগ পেয়ে বেশ খুশি এখন শিক্ষার্থীরা৷ তবে অনেক শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন। যেহেতু মেধা যাচাই অনেকের মতে সঠিক হয় নি সেজন্য পছন্দের বিষয়টা পাবেন কী না তা নিয়ে সন্দিহান তারা।
বড়লেখা সামিয়া বেগম জানান, আমার ইচ্ছা ছিল ইংলিশ নিয়ে অনার্স করার। তবে আমার পছন্দের বিষয় আমি পাবো কী না তা আমি জানি না। এইচএসসির ফলাফল সঠিক ভাবে হয় নি।
বিয়ানীবাজারের আব্দুর রহিম জানান ইচ্ছে ছিল আমি সামাজিক বিজ্ঞান নিয়ে অনার্সে ভর্তি হবো। তবে জানি না কী হয়। একই কথা বলেন আবেদন করতে আসা আরও বেশ কয়েকজন শিক্ষার্থী। তার বলেন অনেক দুশ্চিন্তায় সময় পার করছেন তারা
উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে ১১আগস্ট পর্যন্ত আবেদনের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।