বিয়ানীবাজারে করোনা আক্রান্ত আরও ২১
বিয়ানীবাজারঃ বিয়ানীবাজারে দিনদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে আরও ২১ জন করোনা আক্রান্তের খবর দিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসিয়াল ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৩৪ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, গত ২৬ জুলাই বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৮৮ জনের নমুনা সংগ্রহ করে সিলেটের ওসমানী ও শাবি ল্যাবে পাঠানো হয়। শনিবার (৩১ জুলাই) রাতে দুটি পিসিআর ল্যাব থেকে এসব নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২১ জন। ২৬ জুলাই ৮৮ নমুনা সিলেটের দুটি পিসিআর ল্যাবে পাঠানো হলেও ওয়িদিন হাসপাতালের বুথে র্যাপিড এন্টীজেন টেস্টে আরও ২০জনের মধ্যে ১০জন পজিটিভ শনাক্ত হয়েছিলেন।
হঠাৎ করে উপজেলা ব্যাপী করোনা আক্রান্তের খবরে আতংক ছড়ালেও এব্যাপারে মানুষ এখনো উদাসীন। গ্রামেগঞ্জের বাজারে মানুষের অবাধ বিচরন সেই প্রমান করে। কেউইই মানছেন না স্বাস্থ্যবিধি, মানছেন না সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ।