মৌলভীবাজার

মৌলভীবাজার গ্রামগঞ্জে করোনা উপসর্গ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের  কমলগঞ্জ উপজেলার গ্রামগঞ্জে এখন করোনা উপসর্গ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পৌরসভাসহ ৯ ইউনিয়নের গ্রামগঞ্জে জ্বর, সর্দি, কাশি, ব্যাথা এসব নানা উপসর্গ নিয়ে অজস্র রোগী পাওয়া যাচ্ছে। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাক্সিনধারীদের ভিড়ে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগে কর্মরতরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিন ধরে সীমান্তবর্তী কমলগঞ্জ উপজেলার পৌরসভা ও ৯টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে করোনা উপসর্গ রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তবে এসব সিজনাল ফ্লু অথবা করোনা কি-না তা পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছে না। ইতিমধ্যে প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন অঞ্চলে করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। করোনায় মৃতের সংখ্যাও কম নয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে ২০২০ সাল থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪ জনের মৃত্যু হয়েছে। তবে সিলেট, মৌলভীবাজার ও ঢাকার বিভিন্ন হাসপাতাল মিলিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগী ১০ জনের মতো রয়েছে।

উপজেলার শমশেরনগর বাজারের পল্লী চিকিৎসক পিন্টু দেবনাথ, দ্বিপক রঞ্জন মল্লিক জানান, সম্প্রতি সময়ে সর্দি, জ্বর, গায়ে ব্যাথা, শ্বাসকষ্ট এসব নানা উপসর্গ নিয়ে আসা প্রচুর রোগী পাওয়া যাচ্ছে। তাদের যথারীতি চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে সপ্তাহ, দশদিন পর অনেকেই সুস্থ্য হচ্ছেন।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম ভুঁইয়া বলেন, বর্তমানে গ্রামগঞ্জে এসব উপসর্গের রোগীর সংখ্যা যেমন বাড়ছে, ঠিক তেমনিভাবে হাসপাতালে ভ্যাক্সিনধারীর সংখ্যাও বেড়েছে। তবে উপসর্গধারীদেরও যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সতর্কতার সহিত চলাফেরা করারও পরামর্শ প্রদান করা হচ্ছে।

Back to top button