বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে কিশোরীর আ.ত্ন.হ.ন.ন

টাইমস ডেস্কঃ বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা এলাকায় এক কিশোরী কীটপান করে আ.ত্ম.হ.ন.ন করেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর লাশের মুরতহাল সম্পন্ন করছে। নিহত কিশোরী জুলেখা বেগম (১৬) গজুকাটা গ্রামের ইউনুছ আলী মুছআলা মিয়ার ষোড়শী কন্যা।

লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে বলে জানান বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

তিনি বলেন, এক কিশোরী বিষপানে আ.ত্ম.হ.ত্যা.র খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে সে আ.ত্ম.হ.ত্যা করেছে তদন্ত করার পর জানা যাবে। আপাতত কিশোরীর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Back to top button