করোনা আক্রান্ত আর্থিকভাবে অস্বচ্ছলদের অর্থ সহায়তা দিবে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন
বিয়ানীবাজার টাইমসঃ করোনা আক্রান্ত আর্থিকভাবে অস্বচ্ছলদের সরকারিভাবে অর্থ সহায়তা দিবে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা আশিক নুর বুধবার (২৮ জুলাই) বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবাসীদের অক্সিজেন কনসেনট্রেটর প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।
তিনি জানান, সরকার গত লকডাউনে অস্বচ্ছল যারা সরকারি হটলাইন নাম্বারে কল দিয়েছিলেন তাঁদেরকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। যদিওবা এখন খাদ্য সহায়তা ফান্ড শেষ তবে আগামীতে সরকারি অনুদান আসলে তা থেকে খাদ্য সহায়তা দেয়া হবে। তিনি প্রবাসীদের উপজেলায় অস্বচ্ছলদের খাদ্য সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় তিনি আরো বলেন, সরকারি কিছু নগদ অনুদান রয়েছে যারা করোনা আক্রান্ত হয়েছেন অর্থনৈতিকভাবে অস্বচ্ছল এমন কেউ থাকলে, তারা ডকুমেন্ট সহ আবেদন করলে যাছাই বাছাই করে তাদেরকে নগদ ৫ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া যাবে।
অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোয়াজ্জেম আলী খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা আশিক নুর, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন প্রমুখ।