মৌলভীবাজার

মৌলভীবাজারে জন্মের ৬ দিনের মাথায় করোনায় মাকে হারালো সন্তান

টাইমস ডেস্কঃ তানিসার জন্মের ৬ দিনের মাথায় করোনায় নিয়ে গেলো মাকে। মঙ্গলবার (২৭ জুলাই) করোনায় মারা গেছেন তানিসার মা।
পরিবার সূত্র জানায়, মৌলভীবাজারের রাজনগর উপজেলার ডেফলউড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী ছিলেন রিমা বেগম। সন্তান প্রসবের সময় আসলে তার শরীরে নানা উপসর্গ দেখা দেয়। স্থানীয় চিকিৎসকের পরামর্শে তাকে ২১ জুলাই সিলেটের একটি প্রাইভেট মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন বিকেলে অস্ত্রোপচারে জন্ম হয় তানিসার।

রিমার শ্বশুর লকুছ মিয়া বলেন, ‘এক ছেলের পর আমার বউমার কোলজুড়ে আসল এক মেয়ে। এতে আমরা খুব খুশি ছিলাম। তার নাম রাখা হলো তানিসা। কিন্তু হাসপাতালের বেডে থাকা অবস্থায় তানিসার জন্মের কয়েক ঘণ্টা পর রিমা বেগমের নমুনা টেস্ট করালে রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়।’

‘চিকিৎসকের পরামর্শে ২৩ জুলাই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ২৫ জুলাই লাইফ সাপোর্টে রাখা হয়। ছয় দিনের তানিসা ও চার বছরের আরিয়ানকে রেখে মঙ্গলবার রাতে রিমা না ফেরার দেশে চলে যায়। এ ভাবে বউমা চলে যাবে আমরা ভাবতেও পারিনি।’

Back to top button