ভ্যাকসিনের দুটি ডোজ নেয়ার পরেও বিয়ানীবাজারের মানবিক ডাক্তার মাছুম আহমদ করোনা আক্রান্ত
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের জনপ্রিয় মানবিক শিশু রোগ অভিজ্ঞ ডাক্তার মাছুম আহমদ করোনা আক্রান্ত হয়েছেন। তিনি নিজে বিয়ানীবাজার টাইমসকে তার করোনা পজিটিভের কথা নিশ্চিত করেন। অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার দুটি ডোজ নেয়ার পরও তিনি আক্রান্ত হলেন।
তিনি জানান, তার জ্বর হওয়ায় তিনি তার নমুনা করালে আজ পজিটিভের খবর আসে। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। এসময় তিনি সবাইকে করোনাকালীন এসময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তার সুস্থতা কামনায় তিনি বিয়ানীবাজারবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
প্রসঙ্গত, ডাঃ মাছুম আহমদ বিয়ানীবাজার উপজেলাব্যাপী শিশু রোগের একজন জনপ্রিয় ডাক্তার হিসাবে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। করোনাকালের প্রথম থেকেই তিনি হাসপাতালের সম্মুখে তার ব্যাক্তিগত চেম্বারে মানুষকে সেবা দিয়ে আসছিলেন। ভ্যাকসিন প্রদানের প্রথম দিকেই তিনি অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার দুটি ডোজ গ্রহন করেন। তিনি বিয়ানীবাজারের আরেক জনপ্রিয় ডাক্তার ডাঃ শিব্বির আহমদের মামা।