বিয়ানীবাজারে পৌরশহরে লকডাউন বাস্তবায়নে বিকালে প্রশাসনের কঠোর অভিযান, জরিমানা আদায়
বিয়ানীবাজার টাইমস- করোনার প্রাদুর্ভাব ভয়ানক রুপে বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের পঞ্চম দিনে বিয়ানীবাজারে রয়েছে কঠোর প্রশাসন। সাধারণ মানুষ যাতে প্রয়োজন ব্যথিত বাইরে যেতে না পারে সেজন্য বিয়ানীবাজার থানা পুলিশ এবং বিজিবি সদস্যবৃন্দ প্রত্যেককেই নিচ্ছেন জিজ্ঞাসাবাদের আওতায়।
মঙ্গলবার বিয়ানীবাজার উপজেলা ঘুরে দেখা যায় সাধারণ মানুষ এবং সিএনজি চালিত অটোরিক্সার চলাচল বেড়েগিয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে বিয়ানীবাজার পৌরশহর অনেকটা ব্যস্ত হয়ে উঠেছিল। পরে প্রশাসনের তৎপরতায় সাধারণ মানুষের চলাচল অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে।
প্রতিদিনের ন্যায় বিয়ানীবাজার পৌরশহরে বিয়ানীবাজার থানা পুলিশ এবং বিজিবি সহস্যবৃন্দের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর।
চলমান ভ্রাম্যমাণ আদালতে বিকেল পর্যন্ত অপ্রয়োজনে বের হওয়ার কারণে বেশ কিছু সিএনজি চালিত অটো রিক্সা, প্রাইভেট কারকে জরিমানা করা হয় এবং সাধারণ পথযাত্রীদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
আজকের চলমান ভ্রাম্যমাণ আদালতে বিকেল পর্যন্ত ১৩ টি মামলায় ১০ হাজার টাকার অধিক জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর। তিনি বলেন, করোনা এই মহামারীর মধ্যে বিয়ানীবাজার উপজেলার সাধারণ মানুষ এখন ও অসচেতন। বাইরে আসতে অনেকেই মিথ্যা অজুহাত দেখায় প্রশাসনের কাছে।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক নুর বলেন, সাধারণ মানুষকে ঘরে রাখতে প্রশাসনকে যতটা কঠোর হতে হয় আমরা হবো। লকডাউনের শেষ দিন পর্যন্ত এই অভিযান চলমান থাকবে বলে নিশ্চিত করেন তিনি।