বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পৌরশহরে ফুটপাত উচ্ছেদে আবারো পৌরসভার অভিযান

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরশহরে ফুটপাত দখমুক্ত করতে কয়েকদিনের ব্যবধানে আবার উচ্ছেদ অভিযান চালালো বিয়ানীবাজার পৌরসভা। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে পৌর মেয়রের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে কাউন্সিলর, পৌর কর্মকর্তারা অংশ নেন।

পৌরসভা সুত্রে জানা যায়, পৌরশহরের সৌন্দর্য বর্ধনে দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরমেয়র আব্দুশ শুকুরের নের্তৃত্বে কাজ করে যাচ্ছে বিয়ানীবাজার পৌরসভা। এরই ধারাবাহিকতায় গত ৩ জুলাই পৌরশহরের ফুটপাতের উপর কতিপয় ব্যবসায়ীরা দখল করে ব্যবসা করছেন তাদের দফায় দফায় উচ্ছেদ করে পৌর প্রশাসন। তবে গত কয়েকদিন থেকে আবারো ফুটপাত দখল করার চেষ্টা করছেন অস্থায়ী ব্যবসায়ীরা। এই খবরে আবারো উচ্ছেদে নামে পৌরসভা।

পৌর মেয়র আব্দুস শুকুর বলেন, এ শহর সবার। তাই ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবার উচিত পৌরশহরকে পরিচ্ছন্ন রাখা। ময়লা, নোংরা আবর্জনা থেকে রোগ বালাই ছড়ায়, সেজন্য সকলেই উদ্যোগী হয়ে পরিচ্ছন্ন ও সুন্দর একটি পৌরশহর গড়তে হবে। তিনি করোনা মহামারির এই সময়ে সবাই সচেতন, সতর্ক ও পরিচ্ছন্ন থাকার আহবান চালিয়ে বলেন, এ দুর্যোগ সবাই মিলে মোকাবেল করতে হবে। তবে আমাদের সবাই রক্ষা পাব।

Back to top button