বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ঢিলেঢালা লকডাউন, রাস্তায় বেড়েছে যানবাহন ও মানুষের চাপ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে লকডাউনের ৫ম দিনে চলছে অনেকটা ঢিলেঢালাভাবে। বারইগ্রাম-বিয়ানীবাজার-সিলেট মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। দুরপাল্লার বাস না চললেও সিএনজিচালিত অটোরিক্সা এবং ব্যাটারিচালিত টমটমে অনায়াসে মানুষ যাতায়াত করছেন। আর এ কারনে গ্রামীন বাজারসহ বিয়ানীবাজার পৌরশহরে মানুষের আনাগোনা বেড়েছে।

সরেজমিনে বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম থেকে বিয়ানীবাজার পৌরশহর পর্যন্ত ঘুরে এমন চিত্র দেখা যায়। গ্রামীন বাজারগুলোতে দোকানপাট আংশিক খোলা থাকলেও পৌরশহরকে গুটিকয়েক দোকান বাদে বেশীরভাগ দোকানপাট মার্কেট বন্ধ রয়েছে। তবে অনেক ব্যবসায়ী অভিযোগ করেছেন, লকডাউন না মেনে কিছু ব্যবসায়ী এক সাটার খুলে ব্যবসা পরিচালনা করছেন।

সিএনজি চালক আমির উদ্দিন জানান, বাধ্য হয়েই তারা পেটের দায়ে ঝুকি নিয়ে গাড়ি বের করেন, তবে প্রশাসন কঠোর হলেও তাদের কথা বিবেচনা করবেন বলে তাদের আশা।

বিয়ানীবাজার পৌরশহরে প্রয়োজনে এসেছেন আরিয়ান, তিনি জানালেন আছিরগঞ্জ থেকে বিয়ানীবাজার পৌরশহর পর্যন্ত আসতে তেমন কোনো বাধার সম্মুখীন হয়নি। রাস্তায় ছিলোনা কোনো চেকপোস্ট। প্রতিদিনের ন্যায় বিয়ানীবাজার কলেজ রোড পয়েন্টেও সরব দেখা যায়নি বিজিবি সদস্যদের।

তবে লকডাউনের প্রথম থেকেই প্রশাসন ছিলো অনেক কঠোর। প্রথম ৪ দিনে ভ্রাম্যমান আদালত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ড দিয়েছে।

Back to top button